ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
৩১৫

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েছে যুক্তরাষ্ট্রে, কমেছে চীনে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ৩ মার্চ ২০২০  

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ৬ জনে পৌঁছেছে। দেশের উত্তর-পশ্চিম প্রশান্ত অঞ্চলের পথ ধরে ভাইরাসটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজার ১০০ লোক মারা গেছেন। 
আন্দোরা, চেক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া লাটভিয়া, পর্তুগাল, তিউনিসিয়া ও সৌদি আরব এবং আফ্রিকার সাব-সাহারাভুক্ত দ্বিতীয় দেশ সেনেগালে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে মৃতদের প্রত্যেকেই ওয়াশিংটনের। কর্মকর্তারা বাসিন্দাদের রোগ প্রশমনে স্থান পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছেন।
কিং কাউন্টির ৫ ব্যক্তি ভাইরাসে মারা গেছেন। সেখানকার এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে তা সবার জন্যেই ঝুঁকির। এটি সিয়াটল নগরীর কাছে অবস্থিত। জনবহুল সিয়াটলে প্রায় ৭ লাখ লোকের বসবাস।
ভাইরাসের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না বলে হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ঘোষণা দিয়েছেন, গ্রীস্মে বা আগেই এর প্রকৃত চিকিৎসা মানুষের কাছে পৌঁছে যাবে।
চীনে এদিন আরো ৪২ জনের মৃত্যুর কথা জানা গেছে। মধ্যাঞ্চল হুবেই প্রদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯১২ জনে। প্রদেশের রাজধানী উহানের এক বন্য প্রাণীর বাজার থেকে এ ভাইরাসের উৎপত্তি বলে মনে করা হয়।
চীনে গড়পড়তা নতুন আক্রান্তের সংখ্যা ২০২ জন। তবে গত জানুয়ারির তুলনায় বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর