ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
২৫৮

করোনা ভ্যাকসিন মানুষে প্রয়োগে প্রথম ‘সফল’ রাশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৬ ১৩ জুলাই ২০২০  

রাশিয়ার সেশনভ ইউনিভার্সিটিতে স্বেচ্ছাসেবকদের ওপর করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। গবেষণার ফলাফলে এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে।

এলেনা স্মলারচুক বার্তা সংস্থা তাসকে রোববার এ সুখবর দিয়েছেন। তিনি সেশনভ ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চ অন মেডিকেশনস’র প্রধান গবেষক।

এলেনা স্মলারচুক বলেন, গবেষণা শেষ হয়েছে। ভ্যাকসিনটি নিরাপদ তাও প্রমাণিত হয়েছে। স্বেচ্ছাসেবকদের ১৫ জুলাই এবং ২০ জুলাই ছেড়ে দেয়া হবে। রিলিজের পরও তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

সেশনভ ইউনিভার্সিটিতে ভ্যাকসিনটির প্রথম দফার গবেষণা গত ১৮ জুন শুরু হয়। তখন ১৮ জন স্বেচ্ছাসেবককে ভ্যাকসিনটি দেয়া হয়। 

দ্বিতীয় দফায় ২৩ জুন ২০ জন স্বেচ্ছাসেবকের শরীরে এটি প্রয়োগ করা হয়। এতে করোনা ভ্যাকসিন মানুষে প্রয়োগে প্রথম ‘সফল’ হয় রাশিয়া।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর