ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৯৫

করোনাকে খাটো করে দেখানোর কথা স্বীকার ট্রাম্পের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ১০ সেপ্টেম্বর ২০২০  

করোনাভাইরাসের ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টা করার কথা স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিক বব উডওয়ার্ডকে দেয়া অডিও সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। বুধবার অডিও রেকডির্ংটি প্রকাশ করা হয়।

মহামারি শুরুর দিকে (১৯ মার্চ) ট্রাম্প আরেক সাক্ষাতকারে বলেন, আমি সবসময়ই এটিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছি।

উডওয়ার্ডের সঙ্গে কথোপকথনকালে তিনি বলেন, আমি এখনও করোনার ভয়াবহতা খাটো করার চেষ্টা করছি। কারণ, আমি আতংক সৃষ্টি করতে চাই না।

আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ হতে যাওয়া ‘রেইজ’ নামক গ্রন্থের পর্যালোচনা সূত্রে রেকর্ডকৃত কথোপকথনটি সিএনএন প্রকাশ করে।

উডওয়ার্ডের সঙ্গে গত ৭ ফেব্রুয়ারি অপর সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ভাইরাস বাতাসে মিলিয়ে যাবে।

নির্বাচনের আর মাত্র আট সপ্তাহ বাকি। এ সাক্ষাতকার ট্রাম্পের ওপর নতুন চাপ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে সবকটি জনমত জরিপে ট্রাম্প প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন। অধিকাংশ ভোটার মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বইটির নিন্দা করে বলেন, এটি আরেকটি গুরুতর রাজনৈতিক কাজ।

তিনি বলেন, করোনাকে খাটো করে দেখিয়েছি। কারণ, চাইনি লোকজন ভয় পাক।

অন্যদিকে ‘রেইজ’ নামক বইটি ডেমোক্রেটদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, উডওয়ার্ডের সঙ্গে সাক্ষাতকারকালে ট্রাম্প স্পষ্ট করে বলেন, শুরুতেই বুঝতে পেরেছিলেন সাধারণ ফ্লু’র চেয়ে করোনা অনেক বেশি ভয়াবহ হবে।

কিন্তু চলতি বছরের শুরুতে তিনি বারবার জনগণের উদ্দেশ্যে বলেন, ভাইরাসটি খুব একটা ভয়ংকর হবে না। এটি নিজে নিজেই চলে যাবে।

এ প্রসঙ্গে জো বাইডেন মিশিগানে প্রচারণাকালে বলেন, ট্রাম্প জানতেন করোনা কতটুকু ভয়াবহ হবে। অথচ আমেরিকানদের মিথ্যে বলেছেন তিনি। জেনে বুঝে ইচ্ছেকৃতভাবে মিথ্যে বলেছেন। বাইডেন তাকে অপরাধী হিসেবে বর্ণনা করেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর