ঢাকা, ১১ অক্টোবর শনিবার, ২০২৫ || ২৫ আশ্বিন ১৪৩২
good-food
১৯৪

করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৭ ১৩ মার্চ ২০২০  

ভারতে করোনাভাইরাসে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এতে আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হলো। দু’দিন আগে কর্নাটকে ওই ব্যক্তি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রাজ্য সরকার বৃহস্পতিবার এ কথা জানায়। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি. রামুলু টুইটে করোনাভাইরাসে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যক্তিটির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা, আইসোলেশন এবং অন্যান্য ব্যবস্থা যথা নিয়মে অনুসরণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা নয়াদিল্লিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যক্তি ২৯ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করেছেন। টেস্টে তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, সংক্রমিত ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে পৌঁছেন এবং কর্নাটকের কালাবুরাগি যান। সেখানে উনি একজন প্রাইভেট ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে হায়দরাবাদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। গেল মঙ্গলবার তার মৃত্যু হয়। 
ওই ব্যক্তির মৃতদেহ সৎকারে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কর্নাটকে আরো ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর গোটা ভারতে এ সংখ্যা মোট ৭৪ জনে দাঁড়িয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর