ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৫৫

করোনার ফায়দা লুটছে চীন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ৩ সেপ্টেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের কূটনীতিক ডেভিড স্টিলওয়েল মনে করেন, বিশ্বে বিদ্যমান করোনা পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করছে চীন। এ মহামারি সময়ে বিভিন্ন দেশ থেকে ফায়দা লুটছে তারা। সেগুলোর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি সুবিধা আদায় করে নিচ্ছে দেশটি। 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পূর্ব এশিয়া ও প্রশান্ত মহসাগরীয় অঞ্চলের সহকারী সচিব স্টিলওয়েল। ৩৫ বছর দেশের বিমানবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। ২০১১-১৩ সাল নাগাদ চীনের মার্কিন দূতাবাসে প্রতিরক্ষা সংক্রান্ত পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। ফলে চীনা আগ্রাসন নীতি সম্পর্কে অবগত এ কূটনীতিক।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর চীনের প্রভাব বিস্তারের চেষ্টার কটাক্ষ করে স্টিলওয়েল বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন। ভারত-দেশটির বিবাদ এর অন্যতম উদাহরণ।
গেল ২৯ অগস্ট রাতে অতর্কিতভাবে ভারতের ভূখণ্ডে ঢোকার প্রচেষ্টা চালায় চীনা সেনা। এরপর থেকে লাদাখের প্রকৃত সীমান্তরেখায় উত্তেজনা দেখা দিয়েছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে সেনা বিন্যাস করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের কম্যান্ডার স্তরে আলোচনা করতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি।
সীমান্তে দেশটির উদ্দেশ্যপ্রণোদিত কার্যকলাপের সমালোচনা করে স্টিলওয়েল বলেন, এভাবেই প্রতিবেশী দেশগুলোর ওপর করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করছে চীন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর