ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৪৩৫

করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৫৪ ১৪ জুন ২০২০  

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেনেয়া হয়। পরে সেখানে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।  


তিনি আরো  জানান, মৃত্যুর পর মৃত্যুর পর প্রতিমন্ত্রীর করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। সন্ধ্যায় বাসায় অসুস্থ্য হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তার মৃত্যু হয়। 
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। 

কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ মো. আবদুল্লাহ টেকনোক্রেট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই তিনি হাজীদের জন্য বেশ কয়েকটি সুবিধা সৌদি সরকারের কাছ থেকে আদায় করে দক্ষতার পরিচয় দেন। তাছাড়া পবিত্র কোরআনে হাফেজ শেখ মো. আবদুল্লাহ তাবলিগ জামায়াতের দুই পক্ষকে ম্যানেজ করে ইজতেমা আয়ােজন করেন।