ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৯

করোনায় সৌদি রাজপুত্রের মৃত্যু, হজ অনিশ্চিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৪ ৮ জুন ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। রাজ পরিবারের একশ ৫০ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে রাজ পরিবারের এক সদস্যের মৃত্যুও হয়েছে বলে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে।

সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কভিড -১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন। রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর ঘোষণা দেয়।সৌদি আরবে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের হার। সর্বশেষ হিসাবে  ১ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সাম্প্রতিক এই প্রকোপ বৃদ্ধির ফলে এ বছরের আসন্ন হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

রবিবার পর্যন্ত হিসাবে সৌদিতে করোনা শনাক্ত বেড়ে ১ লাখ ১ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭১২ জনের। 

করোনা পরিস্থিতিতে জুনের শেষভাগে এ বছরের হজ আদৌ অনুষ্ঠিত হবে কিনা, এ ব্যাপারে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি। 

করোনা পরিস্থিতির কারণে এর আগেই ওমরাহ পালন স্থগিত করে সৌদি আরব। ওই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।