ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
২৪৩

কাশ্মীর দখলের পর ভারতে হামলা চালাবে পাকিস্তান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ২৬ ডিসেম্বর ২০২০  

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার দাবি করেছেন, একদিন কাশ্মীর দখল করবে তার দেশ। এরপর গোটা ভারতে হামলা চালাবে তারা।

 

সদ্য শোয়েবের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্বদেশী একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। ওই সময়ই এ বিতর্কিত মন্তব্য করেন সর্বকালের দ্রুতগতির বোলার।

 

তিনি বলেন, মুসলিমরাই ভারত দখল করবে। একে গজওয়া-ই-হিন্দ বলে আখ্যায়িত করেছেন শোয়েব। এর অর্থ ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধ।

 

সাবেক পাক স্পিডস্টারের কথায়, বেশ কয়েকটি ধর্মীয় বইয়ে এ যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। ধর্মীয় আইন সেটার সমর্থনও করে। যদিও ইসলাম পন্থী বিশেষজ্ঞরা সেই কথার গুরুত্ব দেন না। 

 

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, গজওয়া-ই-হিন্দ হবে। ভারতের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নামবেন মুসলমানরা। এ লড়াইয়ে রক্তের স্রোত বইবে। অ্যাটকের নদী লাল রং ধারণ করবে।

 

শোয়েব বলেন, যুদ্ধটা শুরু করবে সিরিয়া। এরপর আফগানিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তান থেকে মানুষ তাতে অংশগ্রহণ করবেন। সবার উদ্দেশ্য থাকবে ভারত দখল করা। 

 

তবে সব আগে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত কাশ্মীর দখল করা বলে ভাষ্য দেন তিনি। এরই মধ্যে তার বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর