ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৬৬১

`কুমারিত্ব পরীক্ষা`নিষিদ্ধ করল পাকিস্তানের আদালত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৫ ৬ জানুয়ারি ২০২১  

ধর্ষণের ঘটনায় নারীদের কুমারিত্ব পরীক্ষা নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের আদালত। আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। সূত্র: বিবিসি।

 

এ নিষেধাজ্ঞা কার্যকর হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে সেখানে ধর্ষণের ঘটনায় কোনো নারীকে 'টু ফিঙ্গার টেস্ট'-এর মতো জঘন্য পরিস্থিতির সম্মুখীন হতে হবে না।

 

লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক বলেন, এ ধরনের পরীক্ষা 'অসম্মানজনক' এবং ফরেনসিক মূল্য ছিল না। মানবাধিকারকর্মীদের করা দুটি পিটিশনের ভিত্তিতে এ রায় আসলো।

 

এদিকে ধর্ষণের ঘটনায় কুমারিত্ব পরীক্ষা বন্ধের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকারকর্মীরা। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কোনো নারী আবারো যেন বিড়ম্বনায় না পড়েন, তা চাচ্ছিলেন তারা। 

 

পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এ ধরনের পিটিশন ঝুলে আছে। সেখানেও মানবাধিকারকর্মীরা কুমারিত্ব বন্ধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর