ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৪২৩

ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৬ ৭ জানুয়ারি ২০২১  

কংগ্রেস জো বাইডেন ও কমলা হ্যারিসের জয় নিশ্চিত করার পর ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বাইডেনকে ও কমলার জয় চূড়ান্ত করেছে মার্কিন আইনসভা। এর ফলে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন  ও কমলা হ্যারিসের শপথ নিতে আর কোনও বাধা থাকল না।

 

স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা দিলেন দেশটির আইনপ্রণেতারা। এক বিবৃতিতে বাইডেনকে ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। সেই সঙ্গে নির্বাচনে ভোট কারচুপির দাবি পুনরায় তুলেছেন।

 

বুধবার টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় তার মুখপাত্রের অ্যাকাউন্টে তিনি এ ঘোষণা দেন। বলেন, আমি ভোটে একমত নই। এরপরও ২০ জানুয়ারি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে রাজি আছি। ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প শিবির ৬০টি মামলার আবেদন করেছিল। যার সব কয়টি মামলায় তিনি হেরে গেছেন।

 

কংগ্রেস অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ইউএস ক্যাপিটল) প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনা ঘটে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর