ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৩১০

ক্ষমা চাইলেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৫ ২৩ জানুয়ারি ২০২১  

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের গাড়ি পার্কিংয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যের ঘুমের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে পড়তেই তাদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

তার অভিষেক অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটন ডিসিতে ২৫,০০০ সেনা মোতায়েন করা হয়। চলতি মাসের শুরুতে গণতন্ত্রের প্রতীক বিখ্যাত ক্যাপিটলে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী শেতাঙ্গ সমর্থকরা বর্বর হামলা চালায়। এরপর বাইডেনের উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে নিরাপত্তা জোরদার করতে তাদের মোতায়েন করা হয়। 

 

প্রেসিডেন্টের শপথ শেষে আইনপ্রণেতারা ঘটনাস্থল ত্যাগ করতেই নিকটবর্তী গাড়ি পার্কিংয়ে বিশ্রাম নিতে থাকেন সেনারা। এক পর্যায়ে বেশ সংখ্যক সদস্য ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তারা।

 

এই দৃশ্য যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই বিতর্কের মধ্যে অনেক রাজ্যের গভর্নর  তাদের সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। সময় যত গড়ায় এই নিয়ে সমালোচনা বাড়তেই থাকে।

 

পরিপ্রেক্ষিতে শুক্রবার জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধানের কাছে ক্ষমা চেয়েছেন বাইডেন। তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, আপনারা যা করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর