ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
৩৩২

ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে রাব্বানীর চিঠি, লিখছেন শোভনও

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ১৪ সেপ্টেম্বর ২০১৯  

আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর বেশ ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ছাত্রলীগের বিষয়ে দলের চার নেতাকে নানা নির্দেশনা দিয়েছেন তিনি।

দেরিতে ঘুম থেকে ওঠা, অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি গঠন, ত্যাগীদের মূল্যায়ন না করাসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে।

এসব অভিযোগের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ভেঙে যাচ্ছে বা আগাম সম্মেলন হতে পারে বলে রব উঠেছে। 

এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ছাত্রলীগের বিষয়টি নেত্রী (শেখ হাসিনা) নিজেই দেখছেন।

সব মিলিয়ে ছাত্রলীগের দুই কাণ্ডারী বিপদে রয়েছেন। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গেলে প্রবেশ করতে দেয়া হয়নি।

সবশেষ খবর, আত্মপক্ষ সমর্থন ও ক্ষমা প্রার্থনা করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গোলাম রাব্বানী। সেটি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার নেতার মধ্যে একজনের কাছে দিয়েছেন তিনি।

চাউর হয়েছে, রিজওয়ানুল হক চৌধুরী শোভনও শেখ হাসিনার কাছে চিঠি লিখছেন।