ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৩৫

খাদ্যমন্ত্রী একজন চাল ব্যবসায়ী: ফখরুল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৮ ২৬ নভেম্বর ২০১৯  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, দেশে সুশাসন নেই বলেই দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে থাকছে না। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পেঁয়াজ এখন ২২০ টাকার নিচে নামছে না। যদিও ২/১ টাকা কমে তো আবার বেড়ে যায়। এখন খাদ্যের দায়িত্বে যিনি আছেন উনি একজন চাল ব্যবসায়ী। না হলে কী করে বলেন, খাদ্যে সব ঠিক আছে।
তিনি বলেন, খাদ্যমন্ত্রী একজন বড় ব্যবসায়ী। উনি নিজেই ব্যবসা করেন। পেঁয়াজের দাম কমবে কোথা থেকে, দেশে সুশাসন নেই বলে অন্যায়-অত্যাচার বেড়েই চলেছে।
বিএনপি মহাসচিব বলেন, বিনা ভোটের সরকার তাই বাজার নিয়ন্ত্রণে নেই। দেশে পেঁয়াজের দাম হু হু করে বেড়েই চলেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। সেদিকে সরকারের দৃষ্টি নেই। বিনা ভোটের সরকার জনগণের দুর্দশায় পাশে থাকার কথা বললেও তা হচ্ছে উল্টো।