ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৫২৬

খিচুড়ি খাইয়েও কেন্দ্রে ভোটার নিতে পারছে না : রিজভী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৭ ২৫ মার্চ ২০১৯  

 

উপজেলা নির্বাচনে বিএনপি ভোট বর্জনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটকেন্দ্রে খাসির মাংসের খিচুরি খাওয়ার ব্যবস্থা করেও ভোটার আনতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

 রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি বর্জন করেছে। ওই নির্বাচনে ভোটার যাচ্ছে না, ভোটারশূণ্য কেন্দ্র। ওখানের খাসির মাংস দিয়ে খিচুরি খাওয়ার ব্যবস্থা করেছে ক্ষমতাসীনরা, তারপরও ভোটারদের ভোটকেন্দ্রে নিতে পারছে না।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে তিনজনকে গুম করার অভিযোগ উঠেছে। প্রচ্ছায়া লিমিটেডের তিন কর্মচারীকে আইনের অপব্যবহার করে তুলে নিয়ে গুম করা হয়েছে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে আল-জাজিরা সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আর তাদের ওয়েবসাইটটে প্রবেশ করা যাচ্ছে না। এর মাধ্যমে সরকার আবারো প্রমাণ করলো সত্য গলা টিপে রাখতে চায় তারা।’

তিনি বলেন, ‘বিএনপি ও সরকার বিরোধী অসংখ্য নেতাকর্মীকে এখনো গুম করে রাখা হয়েছে। 


নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, নাজমুল হক নান্নু, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন,।