ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৫৪

গুয়াতেমালার সংসদে আগুন জ্বালালো কারা?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৭ ২২ নভেম্বর ২০২০  

গুয়াতেমালার কংগ্রেস ভবনে ভাঙচুর চালিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। সেই সঙ্গে আগুন দিয়েছেন তারা। রোববার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

 

শনিবার এই ভবনে আক্রমণ চালান শত শত বিক্ষুব্ধ জনতা। টানা ১০ মিনিট ধরে সেখানে তাণ্ডব চালান তারা। পরে পুলিশ এলে ছত্রভঙ্গ হন আন্দোলনকারীরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কিছু লোকজন  ‘আহত‘ হন।

 

গেল বুধবার রাতে মধ্য আমেরিকার দেশটির কংগ্রেসে বাজেট অনুমোদন হয়েছে। সেটিরই বিরোধিতা করছেন প্রতিবাদকারীরা।

 

সরকার বিরোধিরা বলছেন, বাজেটে বড় বড় অবকাঠামোগত প্রকল্প প্রাধান্য দেয়া হয়েছে। সরকার ঘনিষ্ঠ কোম্পানিগুলো সেগুলো নিয়ন্ত্রণ করবে। কোভিড-১৯ মহামারিতে দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়েছে, সেগুলোর উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

 

তারা আরও বলছেন, এই বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হ্রাস করা হয়েছে। সঙ্গত কারণেই সরকারের ওপর এত রাগ-ক্ষোভ উগরে দিচ্ছেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর