ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৩৯

গোটা যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৫ ১৮ জানুয়ারি ২০২১  

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে সশস্ত্র বিক্ষোভ করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী শেতাঙ্গ সমর্থকরা। এ নিয়ে কয়েকদিন আগেই সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

 

পরিপ্রেক্ষিতে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে মার্কিন প্রশাসন। প্রতিটি রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে তারা। এ নিশ্ছিদ্র প্রহরার মধ্যেই সশস্ত্র মহড়া দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা।

 

বিবিসি জানিয়েছে, বড় আকারে করতে না পারলেও ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত স্বল্প পরিসরে সমাবেশ করেছে তারা। দেশটির স্থানীয় সময় রবিবার (১৭ জানুয়ারি) কড়া নিরাপত্তার মধ্যেই বেশ কয়েকটি নগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে ট্রাম্পের সমর্থকরা।

 

ওই দিন দুপুরে ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস নগরীতে স্টেট হাউসের সামনে সমাবেশ করে ২৫ জন বন্দুকধারী। এছাড়া টেক্সাস, অরেগন ও মিশিগানের রাজধানীতে অস্ত্র হাতে শোডাউন করেছে ট্রাম্প সমর্থকরা। 

 

তবে নজিরবিহীন নিরাপত্তার কারণে কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি।

 

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার (২০ জানুয়ারি) গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে শপথগ্রহণ করবেন বাইডেন। একে কেন্দ্র করে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। 

 

গেল ৬ জানুয়ারি কংগ্রেসে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ন্যাক্কারজনক ঘটনায় পাঁচজন নিহত হন। ফলে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ, তাদের বেষ্টনি অতিক্রম করে ভবনে ঢুকে হামলাকারীরা। 

 

ওই সময় বাইডেনের জয়কে স্বীকৃতি দিতে সেখানে স্পর্শকাতর অধিবেশন চলছিল। সেই ঘটনার ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত সন্দেহজনক শতাধিক দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

 

ঘটনার তদন্তও চলছে। দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন অনেকে। তার উসকানি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর