ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৩২৬

জো বাইডেনের ঐতিহাসিক বিজয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩৩ ৮ নভেম্বর ২০২০  

রুদ্ধশ্বাস প্রতীক্ষা এবং দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর মাধ্যমে বেজে উঠল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘণ্টা। 
প্রভাভশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪টি পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট।
গেল ৩ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে গণনা শেষ হতে চারদিন অতিক্রান্ত হয়েছে।
এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাইলফলক। এর আগে দেশটির কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এত ভোট পড়েনি। এত টানটান উত্তেজনা ছিল না।  
ভোটগ্রহণের পর বিভিন্ন মার্কিন জরিপে দেখা যায়, বাইডেন এগিয়ে আছেন। ফলে নির্বাচন নিয়ে বিভিন্ন মনগড়া মন্তব্য করেন ট্রাম্প। মামলা-মোকদ্দমা করেন তিনি। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বাইডেন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পোস্টাল ভোটের কারণেই ভোট গণনায় এত সময় লেগেছে। ৩ নভেম্বর ভোট হলেও পরের দুদিন থামেনি পোস্টাল ভোটের স্রোত।  

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর