ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৬৪

ঢাকা-জামালপুর ডাবল লাইনের দাবিতে রেলপথ অবরোধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৮ ১৩ মার্চ ২০২০  

ঢাকা-জামালপুর ডাবল লাইন রেলপথ নির্মাণ ও যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে  রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন।  শুক্রবার ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রার অংশ হিসেবে জামালপুর রেলস্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা-জামালপুর-ঢাকা রেল অভিযাত্রা কর্মসূচিতে পরিবেশ বাঁচাও আন্দোলন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, ডাব্লিউবিবি ট্রাস্ট, এনডিএফ, জিএমসিসি, জামালপুর সমিতি, সরিষাবাড়ী সমিতি, খিলগাঁও সামাজিক সংস্থা ও জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সদস্যরা অংশ নেন। তারা শুক্রবার সকালে ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুরে পৌঁছান দুপুর ১টার দিকে। ট্রেন থেকে নেমে ট্রেনটির সামনে ব্যানার নিয়ে কয়েক মিনিট রেলপথ অবরোধ করে রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান বাড়ানোর জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তারা। 

এ সময় নাগরিক অধিকার ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, পবার সমন্বয়কারী আতিক মোর্শেদ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য আইনজীবী মো. ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা যাত্রী দুর্ভোগ লাঘবে অবিলম্বে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর ডাবল লাইন রেলপথ প্রকল্প বাস্তবায়ন, প্রতিটি স্টেশন থেকে সময়মতো ট্রেন চলাচলসহ বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশের রেলের সেবার মান বাড়ানোর দাবি জানান। এছাড়াও তারা সম্প্রতি চালু হওয়া জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় ছেড়ে যাওয়ার সময়সূচি এগিয়ে সন্ধ্যার পরিবর্তে বেলা সাড়ে ৩টায় আনা এবং জামালপুর জংশন স্টেশনে প্রতিটি ট্রেনের বগিতে পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।