ঢাকা, ১২ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ২৮ ভাদ্র ১৪৩২
good-food
৭৭০

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ২৭ মার্চ ২০১৯  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডিত। একজন সাজাপ্রাপ্ত আসামি। ফলে তার স্থান হওয়া দরকার কারাগারে। অথচ বিদেশে (ব্রিটেন) অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

বুধবার রাজধানীর গুলশানে নিজ বাসার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে দুটি কারণে আমরা ফেরত চাওয়ার কথা বলেছি। এক. তাকে রাজনৈতিক আশ্রয় দিলে অন্য আসামিদের ক্ষেত্রেও তা দৃষ্টান্ত হবে। দুই. দেশের আদালত শাস্তি দেয়ায় তার জায়গা হওয়ার কথা কারাগারে।

আনিসুল হক বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ন হবে ভেবে তারেক রহমানকে ফেরত পাঠাতে চায় না যুক্তরাজ্য। তাই আমরা বিষয়টি নিয়ে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছি। উনি এখন ইস্যুটি ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। ইতিবাচক ফলাফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।