ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
২৯৯

তিস্তার পানিবণ্টন আলোচনা ছাড়াই মোদি-হাসিনা বৈঠক শেষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৩ ৫ অক্টোবর ২০১৯  

তিস্তার পানিবণ্টন আলোচনা ছাড়াই শেষ হলো নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই শীর্ষ নেতার এ বৈঠক হয়।
এতে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক সই হয়। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার, ফেনী নদীর ১ দশমিক ৮ কিউসেক পানি ব্যবহার, ঢাকা -হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিনিময়ে সমঝোতা হয়।

এছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন এবং উপকূলীয় নিরাপত্তায় বিষয়েও দুটি সমঝোতা স্মারক সই হয়। চুক্তি সই হয় লাইন অব ক্রেডিট বিষয়েও। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের ৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি-হাসিনা। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক বিশ্ব দরবারে দৃষ্টান্ত বলে আখ্যা দেন দুই দেশের প্রধানমন্ত্রী।