ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৪০

তৃণমূলে যোগ দেয়ায় স্ত্রীকে ডিভোর্সের হুমকি বিজেপি সাংসদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫১ ২৪ ডিসেম্বর ২০২০  

পশ্চিমবঙ্গের আলোচিত রাজনীতিক দম্পতি সৌমিত্র খান এবং সুজাতা মন্ডল খান বড়সড় সংবাদের শিরোনামে এলেন। বিরোধী দলে যোগদান করেছেন স্ত্রী। সেই জেরে প্রকাশ্যে তাকে ডিভোর্স দেয়ার হুমকি দিয়েছেন স্বামী। ফলে তাদের এক দশকের সংসার ভেঙে যেতে বসেছে।

 

গেল সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পার্টিতে (টিএমসি) যোগ দেন সুজাতা। পরের দিনই (মঙ্গলবার) তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ সৌমিত্র।

 

পশ্চিবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বিগত কয়েক মাস ধরেই মাঠ গরম। এবার বিজেপি ও তৃণমূলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ওই দিন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সংবাদ সম্মেলনে বিজেপি ছাড়ার ঘোষণা দেন সুজাতা। সেসময় কয়েকটি কারণও উল্লেখ করেন। তিনি জানান, তাকে মোদির দল কোনো সম্মান দেখায় না। বিরোধী রাজনৈতিক দল থেকে আসা/ভেড়া কয়েকজন ‘দুর্নীতিগ্রস্ত নেতা’ সেই পার্টির নিয়ন্ত্রণ নিয়েছে। সৎ ও বিশ্বস্তদের ছেড়ে তাদের পুরস্কৃত করছে কেন্দ্র।

 

সুজাতা বলেন, তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে বিজেপি। সুতরাং এ দলে কেন থাকব আমি? কেন আমি এ টিমে (টিএমসি) যাব না। 

 

এর কয়েক ঘণ্টা পরই স্থানীয় সাংবাদিকদের ডেকে জরুরি সংবাদ সম্মেলন করে রাগ-ক্ষোভ উগরে দেন সৌমিত্র। ঘোষণা করেন, স্ত্রীর সঙ্গে ১০ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন। সুজাতাকে নামের শেষ থেকে খান শব্দ ছেঁটে ফেলতে বলেছেন তিনি।

 

বিজেপি সাংসদ বলেন, অনুগ্রহ করে খান উপাধি ব্যবহার থেকে বিরত থাকো। সৌমিত্রর স্ত্রী বলে কাউকে পরিচয় দিও না। যেকোনো রাজনৈতিক দলে নাম লেখানোর সব স্বাধীনতা আমি তোমাকে দিলাম।

 

পরে এজন্য তৃণমূলকে দায়ী করেন তিনি। বলেন, তারা আমার ঘর ভেঙেছে, আমার স্ত্রীকে চুরি করেছে। আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর