ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৭৩

নতুন করোনা: ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল ২৪ দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৪ ২১ ডিসেম্বর ২০২০  

গোটা ইংল্যান্ডে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। কোভিড-১৯ এর চেয়ে এটি ৭০ গুণ বেশি শক্তিশালী তথা সংক্রামক। ফলে তাদের সঙ্গে সাময়িক যোগাযোগ বন্ধ করেছে বিশ্বের ২৪টি দেশ। স্বভাবতই বিচ্ছিন্ন হয়ে পড়েছে লন্ডন।

 

এরই মধ্যে ইংল্যান্ডের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনেক দেশ। সেই তালিকায় রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, সুইডেন ও বেলজিয়াম।

 

এ অঞ্চলের আরও কয়েকটি দেশ সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা চলছে। বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ডও ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থগিত করেছে।

 

শুধু ইউরোপ নয়-উত্তর আমেরিকা মহাদেশের দেশ কানাডা, মধ্য আমেরিকার এল সালভাদর, দক্ষিণ তথা ল্যাতিন আমেরিকার আর্জেন্টিনা ও চিলি ইংল্যান্ডের সঙ্গে যাতায়াত বন্ধ করেছেন। 

 

আফ্রিকা মহাদেশের মরক্কো, দক্ষিণ-পূর্ব এশিয়ার হংকং, মধ্যপ্রাচ্যের ইসরায়েল, ইরান, কুয়েত ও সৌদি আরবও তাদের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে। 

 

এ অবস্থা বিভিন্ন মেয়াদে জারি থাকছে। কোনো দেশ তিনদিন, কোনোটি এক সপ্তাহ, কেউ এক মাস পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর