ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৪৬৬

নির্বাচনে জিতলেন হিটলার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ৫ ডিসেম্বর ২০২০  

নির্বাচনে জিতেছেন অ্য়াডলফ হিটলার! বিস্মিত করার মতো এই ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলীয় দেশ নামিবিয়ায়! দেশটির স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।

 

তবে এই হিটলার জার্মানির সেই একনায়ক নন। তিনি হচ্ছেন নামিবিয়ার শাসক দলের প্রার্থী। তার পুরো নাম হচ্ছে অ্যাডলফ হিটলার ইউননা।

 

জার্মানির একনায়ক হিটলারের নামের সঙ্গে মিল থাকায় বিশ্বের নজর কেড়েছেন তিনি। তবে ইতিহাসে পাতা কলঙ্কিত করা কুখ্যাত সেই নাৎসি বাহিনীর নেতার মতো বিশ্বজয়ের কোনও স্বপ্ন নেই তার। 

 

ইউননা নামিবিয়ার ক্ষমতাসীন দল স্বপো পার্টির সদস্য়। প্রায় ৮৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।

 

হিটলারের সঙ্গে নামের মিল প্রসঙ্গে ৫৪ বছর বয়সী এই রাজনীতিক বলেন, নাৎসি নেতার নামে আমার নাম রাখেন বাবা। তিনি সম্ভবত এর মর্ম বোঝেননি। শৈশবে এই নাম খুবই স্বাভাবিক মনে হয়েছে। 

 

ইউননা বলেন, বড় হয়ে পরে সব বুঝতে পারি। সেই হিটলার গোটা বিশ্বকে নিজের করতলে আনতে চেয়েছিলেন। কিন্তু তার মতাদর্শের সঙ্গে আমার কোনও যোগসূত্র নেই।

 

১৮৮৪-১৯১৫ সাল পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিল নামিবিয়া। এখনও দেশটিতে সেই শাসনের ছাপ স্পষ্ট। সেদেশে বহু রাস্তা, স্থান ও মানুষের জার্মান নাম রয়েছে। 

 

আজও নামিবিয়ার একটি ক্ষুদ্র সম্প্রদায় জার্মান ভাষায় কথা বলে। এমন দেশে হিটলার নামধারী কোনও ব্যক্তির উপস্থিতি অবাক হওয়ার মতো কিছু নয়।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর