ঢাকা, ০৯ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
২৯১

নির্বাচনের পর ডাকযোগে আসা সব ভোটই ‘অবৈধ’: ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৪ ৮ নভেম্বর ২০২০  

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির বিবৃতি প্রকাশ করেছে। তারা বলছে, সব ভোট গণনা এবং সত্যায়নের প্রক্রিয়ায় আমেরিকান জনগণ পরিপূর্ণ স্বচ্ছতা আশা করে।

বিবৃতিতে বলা হয়, এটা কোনো একক নির্বাচনের ব্যাপার নয়। এটা আমাদের পুরো নির্বাচন প্রক্রিয়ার সততার প্রশ্ন। এতে অভিযোগ করা হয়, সব বৈধ ভোট গণনা করতে হবে এবং সব অবৈধ ভোট গণনা করা হবে না বলে যে ‘মূল আদর্শ’ রয়েছে তাতে বাধা দিচ্ছে ডেমোক্র্যাটরা।

ট্রাম্পের তরফে প্রচার শিবির আরও বলছে, আপনাদের ও জাতির পক্ষ হয়ে এই লড়াই আমি কখনই ত্যাগ করব না। ট্রাম্প বারবার বলার চেষ্টা করছেন, নির্বাচনের পর যেসব ভোট ডাকযোগে এসে পৌঁছেছে সবই ‘অবৈধ’।

তবে যেসব ব্যালট পেপারের ওপর ভোটের দিন নভেম্বরের সিল রয়েছে, সেগুলো গণনা করা হবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর