ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
৭৭১

নুসরাতের হত্যাকারীদের শাস্তি পেতেই হবে: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৫ ১২ এপ্রিল ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেনীর সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের সূচনাতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই হত্যাকারী, নির্দেশদাতা ও সহায়তাকারী সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা বরদাশত করা হবে না।

প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ঘৃণ্য অপরাধ। মুক্তিযুদ্ধে পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করে। এরপর ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ও পরে বিএনপি মদতপুষ্ট জামায়াত-শিবির কর্মীরা একই কাজ করেন। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। এদের কাউকে ছাড় দেয়া হবে না।

শেখ হাসিনা বলেন, এ হত্যাকাণ্ডের দায়ে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শাস্তি তাদের পেতেই হবে। এর সঙ্গে আরো যারা জড়িত আছে, তাদের খুঁজে বের করা হবে। কেউই রেহাই পাবে না।

এসময় প্রধানমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর