ঢাকা, ১৮ অক্টোবর শনিবার, ২০২৫ || ২ কার্তিক ১৪৩২
good-food
১১১

প্রকৌশল শিক্ষার্থীদের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন ডিএমপি কমিশনার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৪ ২৭ আগস্ট ২০২৫  

আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাতে শাহবাগে আন্দোলনকারীদের মাঝে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

 

শেখ মো. সাজ্জাত আলী বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেজন্য আমি ডিএমপি কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 

 

তিনি একটি তদন্ত কমিটি গঠনের কথা বললে, শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর সেখান থেকে চলে যান ডিএমপি কমিশনার।

 

এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ইভেন্ট বিভাগের পাঠকপ্রিয় খবর