ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২৩ আশ্বিন ১৪৩২
good-food
৬১৭

ফরাসি নাগরিকত্ব নিতে চাইছেন বরিস জনসনের বাবা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৪ ১ জানুয়ারি ২০২১  

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। 
বৃহস্পতিবার তিনি নিজে এই তথ্য জানিয়েছেন। ছেলে বরিস জনসনের নেতৃত্বে ব্রেক্সিট সম্পন্ন হওয়ায় ব্রিটেন থেকে ইউরোপে ইচ্ছামতো যাওয়া আসার সুযোগ বন্ধ হয়ে যাওয়াতেই তার এই সিদ্ধান্ত। স্ট্যানলি দাবি করছেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ দিদা পুরোপুরি একজন ফরাসি মহিলা ছিলেন বলে তিনি দাবি করেছেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষ ভাবে আগ্রহী। একটি সাক্ষাৎকারে এই কথা দাবি করেছেন স্ট্যানলি। তিনি বলেছেন, ‘আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক। একজন ব্রিটিশকে কেউ বলতেই পারেন না, যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর