ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫২২

ফরাসি পণ্য বর্জনের ডাক দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৭ ২৭ অক্টোবর ২০২০  

 মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন ও মুসলিমবিরোধী অবস্থানের প্রতিবাদে  তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফরাসি পণ্য-সামগ্রী বর্জনের ডাক দিয়েছেন। ইসলামের বিরুদ্ধে প্যারিসের বিতর্কিত অবস্থানের কারণে  সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির মাঝে সোমবার তুর্কি প্রেসিডেন্ট এই ডাক দিয়েছেন।

তিনি বলেন, ফ্রান্সে বলা হয়েছে তুরস্কের লেবেলযুক্ত পণ্য-সামগ্রী কিনবেন না। আমি তুরস্কের সব নাগরিককে একই ধরনের আহ্বান জানিয়ে বলছি, কখনই কোনও ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবেন না।


তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য বলছে, তুরস্কের আমদানির দশম এবং রফতানির সপ্তম বৃহত্তম উৎস হলো ফ্রান্স। তুরস্ক যেসব পণ্য ফ্রান্স থেকে আমদানি করে সেসবের মধ্যে সর্বাধিক বিক্রিত অটো-সামগ্রী।

মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সমালোচনাও করেন এরদোয়ান। 

তুর্কি প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আঙ্কারা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।
এদিকে এরদোয়ানের ঘোষনার পর তুরস্ক, কাতার কুয়েতসহ বেশ কয়েকটি দেশ তাদের শপিং মল থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে ফেলছে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর