ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১০৩৭

ফারাক্কা বাঁধ খুলেছে ভারত, বাংলাদেশে বন্যার শঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ৩০ সেপ্টেম্বর ২০১৯  

টানা প্রবল বর্ষণে বন্যা সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের সব বন্ধ গেট খুলে দিয়েছে ভারত। ফলে মুর্শিদাবাদের একাংশ এবং বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পদ্মা ছাড়া মালদাহ জেলার প্রায় সব নদীতে পানি বাড়ছে। একনাগাড়ে বৃষ্টিতে ইংরেজ বাজার শহরের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে।
উত্তরপ্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টি হয়েছে। এতে বাঁধের পানি উপচে পড়ছে। ফলে সোমবার ফরাক্কা ব্যারেজের ১০৯টি লক গেট খুলে দিয়েছে ভারত সরকার। এতে নদীর ভাটিতে বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। পানির উচ্চতা বেড়েছে মালদাহ জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে।
ইংরেজবাজার ও পুরাতন মালদাহ পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ইংরেজবাজার পৌরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টি ডুবে গেছে। মালদাহ পৌরসভার ২০টি ওয়ার্ডের ৯টি ইতিমধ্যে পানির নীচে।
ভারতের এমন কাণ্ডের ফলে বন্যার শঙ্কা জেগেছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে। বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ফারাক্কার গেট খুলে দেয় ভারত। ফলে বন্যার শিকার হয় ভাটি অঞ্চলের মানুষ।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর