ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৮৪৭

ফেনীতে হঠাৎ পাহাড়ি ঢলে বাঁধে ভাঙন: ৮ গ্রাম প্লাবিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১০ ১ নভেম্বর ২০২০  

ভারতীয় পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজী উপজেলায় মুহুরী- কহুয়া নদীর বাঁধ ভেঙে আট গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামের রোপা আমন ও শীতকালীন সবজি পানির নিচে তলিয়ে গেছে। শনিবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর মোহাম্মদ উল্যাহর বাড়ির পার্শ্ববর্তী মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ৫০-৬০ ফুট ভাঙ্গন সৃষ্টি হয়।

 

একইসঙ্গে উত্তর দৌলতপুরে কহুয়া নদীর বাঁধের ভেঙে যায়। এতে ফুলগাজী বাজারের পশ্চিম অংশে শ্রীপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে উপজেলা সদরের মূল সড়ক তলিয়ে যায়। পানির প্রবল চাপে মধ্যরাতে কহুয়া নদীর দৌলতপুর অংশে বাঁধে ভাঙন ধরে। ৎ

 

এর ফলে উত্তর দৌলতপুর, দৌলতপুর, বৈরাগপুর, সাহাপাড়া, উত্তর বরইয়া গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়েছে কয়েকশ পরিবার; ডুবে গেছে জমির ফসল, রাস্তাঘাট ও মুরগির খামার; ভেসে গেছে কয়েকশ পুকুরের মাছ। কৃষকেরা পানিতে ডুবে থাকা ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

 

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম জানান, পানি উন্নায়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারদের গাফিলতির কারণে বারবার এই ভাঙন হয়। তাতে ফসলের ও মাছের পুকুরের ব্যাপক ক্ষতি হয়।