ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩১৭

ফ্রান্সে ফের ছুরি হামলা, নিহত ৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৯ ২৯ অক্টোবর ২০২০  

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে এক ব্যক্তির ছুরি হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন।

 

বৃহস্পতিবার সকালে একটি গির্জার পাশে এই দুর্ঘটনা ঘটে। শহরটির মেয়র একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

 

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে এই ছুরি হামলা হয়। এতে এক নারীর মণ্ডুপাত করা হয়েছে। বাকি দুজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

 

নগর মেয়র ক্রিশ্চিয়ান এস্তোরসি বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলার আগে আল্লাহু ধ্বনি উচ্চারণ করে হামলাকারী।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, এই মুহূর্তে সেখানে পুলিশের অভিযান চলছে। সবাইকে ওই এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

 

ফ্রান্সের একাধিক গণমাধ্যমগুলো জানিয়েছে, লকডাউন নিয়ে দেশটির পার্লামেন্টে বক্তৃতাকালীন ওই হামলার খবর পান প্রধানমন্ত্রী। পরে সাংসদদের নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

 

উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝিতে প্যারিসে ছুরি হামলা চালিয়ে স্কুল শিক্ষককে হত্যা করে এক ব্যক্তি। এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। এর মধ্যেই দেশটিতে ফের ছুরি হামলায় হতাহতের ঘটনা ঘটল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর