ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৯১৯

বাংলাদেশে রং ফর্সাকারী ৮টি ক্রিম নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩১ ২ মার্চ ২০২০  

বাংলাদেশে রং ফর্সাকারী আটটি ক্রিম নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন পাওয়ায়, সেগুলো নিষিদ্ধ করা হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, বাজারের বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সাকারী ১৩টি ক্রিম তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। সংস্থার নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যম এসব পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়। সেখানে ছয়টি পণ্যের মধ্যে বিপজ্জনক মাত্রায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) এবং দুটি পণ্যের মধ্যে পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে।
ফলে এসব পণ্য ক্রয়-বিক্রয়-বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে অনুমোদনহীন এসব ক্রিম ব্যবহার না করার জন্য ক্রেতাদেরও আহবান জানিয়েছে। এগুলো ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ জটিলতার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ আটটি পণ্যই পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়।
বিএসটিআই যেসব পণ্য নিষিদ্ধ করেছে, সেগুলো হলো-
# গৌরি কসমেটিকস লিমিটেডের গৌরি
# এস জে এন্টারপ্রাইজের চাঁদনী
# কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস
# ক্রিয়েটিভ কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের ডিউ
# গোল্ডেন পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল
# পুনিয়া ব্রাদার্সের ফাইজা
# নুর গোল্ড কসমেটিকসের নুর
# হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস