বাইডেনের ঐতিহাসিক বিজয় ও ট্রাম্পের ভরাডুবির ৫ কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৭ ৮ নভেম্বর ২০২০

রুদ্ধশ্বাস প্রতীক্ষা আর দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর মধ্য দিয়ে বেজে উঠল রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায় ঘণ্টা।
প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মোট ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪টি পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট।
হোয়াইট হাউসে যাওয়ার পথে একাধিক রেকর্ড গড়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়েছেন তিনি। টপকে গেছেন ‘বন্ধু’ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে।
আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হলেন বাইডেন। ৭৭ বছর বয়সে এই কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে এত বয়সে দেশটিতে কোনো প্রেসিডেন্ট বিজয়ী হতে পারেননি।
সর্বোপরি, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাইলফলক। এর আগে দেশটির কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এত ভোট পড়েনি। এত টানটান উত্তেজনাও ছিল না।
ডেমোক্র্যাট ও বাইডেনের ঐতিহাসিক বিজয় এবং রিপাবলিকান ও ট্রাম্পের ভরাডুবির ৫ কারণ
১. কোভিড, কোভিড, কোভিড
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী ভাইরাসে দেশটিতে মারাই গেছেন ২ লাখ ৩০ হাজার মানুষ। এছাড়া মার্কিন মুলুকের ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
তবে শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ গেল সপ্তাহে উইসকনসিনে এক র্যালিতে তিনি বলেন, সবাই কোভিড, কোভিড, কোভিড নিয়ে ব্যস্ত। এ নিয়ে সব সংবাদই ভূয়া।
সেখানে করোনাকে বেশি গুরুত্ব দেন বাইডেন। নির্বাচনী প্রচারে নানা সমাবেশে বলেন, নির্বাচিত হতে পারলে আগে এই ইস্যুতে মনোযোগ দেবেন তিনি। মূলত তা-ই আমেরিকান জনগণের মনে ব্যাপকভাবে সাড়া ফেলে।
২. নীরব নির্বাচনী প্রচার
ভোটের সময়ে নীরব প্রচার চালিয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি, বর্ণ্যবৈষম্য, অর্থনৈতিক দুর্দশা, শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবার ত্রুটি, জলবায়ু পরিবর্তন, কূটনীতি নিয়ে কথা বলেছেন তিনি। তদুপরি, জয়ী হতে পারলে সেগুলো স্বল্প মেয়াদে সমাধানের আশ্বাস দিয়েছেন। কোনো বিষয় নিয়ে উচ্চবাচ্চ্য করেননি। কোনো ইস্যুতে বেশি কথা বলেননি।
উপরন্তু অল্প কথাতেই ট্রাম্পের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন ৭৭ বছর বয়সী রাজনীতিবিদ। তার প্রচার শিবির, মনোনীত প্রার্থী, সহযোগিরা-সবাই একই পথে হেঁটেছেন। সেগুলোই কাজে লেগেছে। আমেরিকানরা তা সাদরে গ্রহণ করেন।
সেখানে নির্বাচনী প্রচারে মুখে যা এসেছে, তাই বলেছেন ট্রাম্প। কোনো কোনো কথাতে ক্ষমতার জোর দেখিয়েছেন। দেশের জনগণের সমস্যা সমাধান নিয়ে কথা বলার চেয়ে নিজের ও দলের ঢোল পেটাতে ব্যস্ত থেকেছেন। গণতন্ত্র নিয়ে কোনো কথা বলেননি। বিষয়গুলো ভালোভাবে নেননি মার্কিনিরা।
৩. নির্বাচনী স্লোগান
এবারের নির্বাচনের ট্রাম্পের স্লোগান ছিল 'আমেরিকা ফার্স্ট'। এ দিয়ে তিনি সবকিছুতে আমেরিকানদের প্রাধান্য দেয়ার কথা বলেন। এটি তার পূর্ববর্তী (২০১৬) স্লোগান ' মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন'-এর সংস্করণ।
সেখানে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের নির্বাচনী স্লোগান ছিল 'বিল্ড ব্যাক বেটার'। এতে আমেরিকানদের পাশাপাশি অন্যদের গুরুত্ব দেন তিনি। বোঝাতে সক্ষম হন বিজয়ী হতে পারলে বাইডেন সরকার হবে সবার। এটি স্থানীয়দের পাশাপাশি অভিবাসীদের মন কাড়ে।
৪. নীতিতে অটল
নির্বাচনকালে বৈশ্বিক সরকার দিয়ে স্বাস্থ্যসেবা পরিচালনা, বিনা বেতনে কলেজে পড়ার ব্যবস্থা, সম্পদের ওপর করারোপের কথা বলেন বাইডেন। দলের অনেকের বিরোধিতা সত্ত্বেও সেসব নীতি থেকে ফিরে আসেননি তিনি।
জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন বাইডেন। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে রানিং মেট নির্বাচিত করে সেই দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তাতে দলীয় ভেদাভেদও দূর হয়। দলের সবাই একই ছাতার তলে আশ্রয় নেন। এই দলীয় ঐক্যই তাকে পাহাড়সম বিজয় ছিনিয়ে নিতে সাহায্য করেছে।
অন্যদিকে, সেরকম কোনো নীতি গ্রহণ করতে পারেননি ট্রাম্প। অনেক সিদ্ধান্ত একা নিয়েছেন। যেখানে দলের কারো মতামত ছিল না। দলীয় অনেক কর্মী তার ওপর সন্তুষ্ট ছিলেন না। নির্বাচনে প্রচারেও তারা সেখাবে নামেননি। রিপাবলিকানদের পরাজয়ের এটিও অন্যতম কারণ।
৫. অর্থের জোগান, মিডিয়ার সমর্থন
বিগ বাজেট নিয়ে নির্বাচনে নামেন বাইডেন। সেই অর্থের সদ্ব্যবহার করেন তিনি। কোন কোন অঙ্গরাজ্যে কি পরিমাণ টাকা খরচ করতে হবে, সেই অনুমান ছিল তার দুর্দান্ত। করোনাভাইরাসের কারণে সব জায়গায় প্রচার চালাননি ডেমোক্র্যাটরা।
বরং পয়সা খরচ করে তৈরি করেছেন সময়োপযোগী বিজ্ঞাপন। মিডিয়ার সমর্থন ধরে রেখেছেন। ফলে গণসংযোগটা দারুণ হয়েছে তাদের। প্রতিটি আমেরিকানের কাছে পৌঁছাতে পেরেছেন বাইডেন।
সেই অর্থে সেটা তেমনভাবে করতে পারেননি ট্রাম্প। হাতে টাকা ছিল, কিন্তু তা ভালোভাবে ব্যবহার হয়নি। বিজ্ঞাপনী প্রচারটা সেভাবে চালাতে পারেনি। মিডিয়ার সমর্থন আদায়েও ব্যর্থ হন রিপাবলিকানরা।
- কম দামের বড় পর্দার স্মার্টফোন এল বাজারে
- রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- ফিল্মি স্টাইলে ‘বিএনপি কর্মীকে’ গুলি করে হত্যা, আটক ৪
- ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম ও তার সহযোগীরা
- সব ধরনের ক্রিকেট বয়কট ক্লাব সংগঠকদের
- ‘হিজাব’ পরায় তুমুল কটাক্ষের শিকার দীপিকা
- জিনিসপত্রের দাম বাড়ছে, কীভাবে মানিয়ে নেবেন?
- ভারতের সঙ্গে সম্পর্কে নীতিগত অবস্থান জানালেন তারেক রহমান
- বিপিএল চেয়ারম্যান আমিনুল, ক্রিকেট অপারেশনসে ফাহিম
- ক্লান্তি দূর করবে তরমুজ-লেবু পানি
- দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু
- রাতে ‘সাপ হয়ে দংশনের’ চেষ্টা স্ত্রীর,ম্যাজিস্ট্রেটের কাছে স্বামীর
- ‘শাপলা’ চেয়ে ফের চিঠি দিলো এনসিপি
- শাকিবমুখী ছোটপর্দার নায়িকারা
- পদার্থে নোবেল জয় তিন বিজ্ঞানীর
- আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস
- ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেসব উপায়ে
- বিসিবি নির্বাচন: ভোট দেননি তামিম, জানালেন ফেসবুকে
- জীবনসঙ্গী রাগী? জেনে নিন রাগ সামলানোর কৌশল
- পরিচালকের প্রেমিকা হয়েও ক্যারিয়ার গড়তে পারল না: রুনা খান
- ওয়াই-ফাই স্লো হওয়ার কারণ ও গতি বাড়ানোর টিপস
- জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল
- অ্যানথ্রাক্স: অসুস্থ গবাদিপশুকে মাটিচাপা দেয়ার পরামর্শ
- বিউটি বার্নআউট কী? কেন বাড়ছে?
- জিৎকে শুটিংয়ের অনুমতি দেয়নি প্রশাসন
- ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৯, ভর্তি সর্বোচ্চ
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল-ফাহিম
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন: ফখরুল
- গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ২০ দফায় যা আছে
- বিসিবি নির্বাচন: ভোট দেননি তামিম, জানালেন ফেসবুকে
- স্মার্টফোন হ্যাং হলে যা যা করবেন
- সকালে খালি পেটে হাঁটার উপকারিতা
- প্রিয়াঙ্কাকে হুবহু নকল, তুমুল কটাক্ষের শিকার উর্বশী
- ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন
- বিউটি বার্নআউট কী? কেন বাড়ছে?
- ইউটিউব-গুগলের বিরুদ্ধে ৪ কোটির মামলা ঐশ্বরিয়া-অভিষেকের
- একীভূত ৫ ব্যাংকের নাম হচ্ছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’
- সবকিছু ভুলে যান? মনে রাখতে যা করবেন
- জীবনসঙ্গী রাগী? জেনে নিন রাগ সামলানোর কৌশল
- বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান
- ‘বিএনপির প্রার্থী বাছাই চলছে, শিগগিরই ঘোষণা’
- বাগদান সারলেন রাশমিকা–বিজয়, বিয়ে করছেন কবে
- ওয়াই-ফাই স্লো হওয়ার কারণ ও গতি বাড়ানোর টিপস
- রোমাঞ্চ ছড়িয়ে আফগানদের হারাল বাংলাদেশ
- উপদেষ্টাদের ঘনঘন বিদেশ সফর, প্রধান উপদেষ্টার বহর নিয়ে যত সমালোচনা
- আবারও বাড়ল স্বর্ণের দাম
- এনসিপিকে শাপলা ব্যতিত যেসব প্রতীকের অপশন দিলো ইসি
- যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
- নভেম্বরে আসছে আয়ারল্যান্ড, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিবির