ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
২৭১

বাইডেনের ‘মাদক পরীক্ষা’ চান ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৪ ২৭ আগস্ট ২০২০  

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম বিতর্কের আগে কর্তৃপক্ষকে নিজের এবং জো বাইডেনের ‘মাদক পরীক্ষার’ আহ্বান জানাবেন তিনি। তবে তার বিপক্ষে লড়াইয়ের ময়দানে নামা ডেমোক্রেটিক প্রার্থীর ব্যাপারে সন্দেহের পক্ষে কোনও প্রমাণ দেননি ট্রাম্প। 
বুধবার ওয়াশিংটন এক্সামিনারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে বাইডেনের ভালো পারদর্শিতায় মুগ্ধ হয়েছেন।
গত মার্চে ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্সের বিপক্ষে সর্বশেষ বিতর্ক চলাকালে সাবেক এ ভাইস প্রেসিডেন্টের সহনশীল আচার-আচরণে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা মাদক পরীক্ষার আহ্বান জানাতে যাচ্ছি।
নিজের দাবির পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে না পারলেও তিনি বলেন, আমি আপনাদের সবাইকে এটা বলতে পারি, এ মাদকের ক্ষেত্রে আমি অনেক ভালো রয়েছি।
ডেমোক্রেটিক দলের আশাবাদী অন্য প্রেসিডেন্ট প্রার্থীর কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্য সব মানুষের সঙ্গে বিভিন্ন বিতর্কে আমি তাকে দেখেছি।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে ট্রাম্প একই ধরনে বক্তব্য এবং যুক্তি তুলে ধরে বলেন, ওই সময়ের তার বিরোধী প্রার্থী হিলারি ক্লিনটন মাদক নেন।
আগামী ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর