ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪০৮

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:১৭ ১৪ মে ২০২০  

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় ৩ লাখে দাঁড়িয়েছে। সর্বশষে হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর চার মাস পেরোলেও নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৪ লাখ ২৯ হাজার, মারা গেছে দুই লাখ ৯৮ হাজারেরও বেশি এবং সুস্থ হয়েছে ১৬ লাখ ৯৮ হাজারেও বেশি মানুষ। খবর বিবিসি ও আলজাজিরার।

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৮ হাজার ১৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১৪ লাখ ৩০ হাজার ৩৪৮ জন, সুস্থ হয়েছে তিন লাখ ১০ হাজার ২৫৯ এবং মারা গেছে ৮৫ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে।

 বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনে আক্রান্ত দুই লাখ ৭১ হাজার ৯৫ মারা গেছে ২৭ হাজার ১০৪ জন।

রাশিয়ায় আক্রান্ত দুই লাখ ৪২ হাজার ২৭১ এবং মারা গেছে ২ হাজার ২১২ জন।

ইংল্যান্ডে আক্রান্ত দুই লাখ ২৬ হাজার ৪৬৩, মারা গেছে ৩৩ হাজার ১৮৬ জন।

ইতালিতে আক্রান্ত দুই লাখ ২২ হাজার ১০৬ মারা গেছে ৩১ হাজার ১০৬ জন।

ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৭৮ হাজার ৬০ এবং মারা গেছে ২৭ হাজার ৭৪ জন।

ব্রাজিলে আক্রান্ত এক লাখ ৮৯ হাজার ১৫৭ এবং মারা গেছে ১৩ হাজার ১৫৮ জন।


ভারতে আক্রান্ত ৭৮ হাজার ৫৫ জন এবং মারা গেছে ২ হাজার ৫৫১ জন।

বাংলাদেশে আক্রান্ত ১৭ হাজার ৮২২, সুস্থ হয়েছে ৩ হাজার ৩৬১ এবং মারা গেছে ২৬৯ জন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর