ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৪০৪

ভারতে করোনা টিকাদান শুরু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ১৬ জানুয়ারি ২০২১  

ভারতে করোনাভাইরাস মোকাবেলায় শনিবার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে দেয়া ভাষণে তিনি জনগণকে স্মরণ করিয়ে দেন টিকার দুটি ডোজই খুবই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মাস্ক পরা এবং  শারীরিক দূরত্ব বজায় রাখার কথাও উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।


মোদি বলেন, টিকাদান কর্মসূচি শুরুর মানে এই নয় যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা বন্ধ করে দিবো। আমাদের নিয়মিত মাস্ক ব্যবহারের পাশাপাশি শারীরিক দূরত্বও বজায় রেখে চলতে হবে।


ভাষণকালে তিনি রুদ্ধ কন্ঠে ভাইরাস সংক্রমণে প্রাণ হারানো শত শত স্বাস্থ্যকর্র্মী এবং সম্মুখসারির কর্মীদের স্মরণ করেন। এছাড়া টিকাদানকালে ধৈর্য ধরতে  দেশবাসীর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।


বিজেপি নেতা অতি অল্প সময়ের মধ্যে টিকা আবিষ্কার করার জন্য গবেষকদের এবং করোনা মহামারি মোকাবেলায় অবদানের জন্য দেশের সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।


মোদি বলেন, অতি অল্প সময়ের মধ্যে আমরা দু’টি টিকা তৈরি করেছি। এটাই আমাদের গবেষকদলের সক্ষমতা প্রমাণ করে।


এর আগে গত ৩ জানুয়ারি সিরাম ইনস্টিটিউটের তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ নামের দুটি টিকা ব্যবহারে জরুরি অনুমোদন দেয় দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।


ভারতের এ টিকাদান কর্মসূচি বিশ্বের মধ্যে বৃহৎ। এর অংশ হিসেবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ৩,০০৬টি টিকাদান কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে এসব কেন্দ্রে টিকা সরবরাহ করা হয়েছে।


ঝুঁকি বিবেচনায় প্রথম দফায় টিকা পেতে যাচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ের ৩ লাখ স্বাস্থ্যকর্মী। তাদের টিকা দেয়ার খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।


এদিকে, সরকারের টিকাদান কর্মসূচির নীতিমালা অনুযায়ী ১৮ বছরের নিচের কোনো শিশু এবং গর্ভবতী নারীরা এই কার্যক্রমের আওতায় পড়বে না।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর