ঢাকা, ১০ অক্টোবর শুক্রবার, ২০২৫ || ২৪ আশ্বিন ১৪৩২
good-food
৪৭১

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৩৯৫ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ১৬ জুন ২০২০  

করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। একদিনে আরও ১০ হাজার জনসহ মোট শনাক্ত ৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাজ্যে টানা দ্বিতীয় দিনের মত আক্রান্ত ও মৃত্যু কমেছে। একদিনে দেশটিতে ৩৮ জনের প্রাণ গেছে। আর শনাক্ত হয়েছেন ৯৬৮ জন।

তবে ব্রাজিলে কমছে না সংক্রমণ ও মৃত্যুহার। একদিনে ৭২৯ জনসহ মোট প্রাণ গেছে ৪৪ হাজার মানুষের। এছাড়া দেশটিতে একদিনে ২৩ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছে। আর মোট শনাক্ত প্রায় ৯ লাখ।

এদিকে, ২৪ দিন পর আবারও নতুন করে দুজন আক্রান্ত হয়েছে নিউজিল্যান্ডে। আক্রান্ত দুজনই বিদেশ ফেরত। গেল সপ্তাহেই নিজেদের করোনামুক্ত ঘোষণা করে দেশটি। চীনে একদিনে ৪০ জন শনাক্ত হয়েছে যার মধ্যে বেইজিংয়েই ২৭ জন। দ্বিতীয় ধাপের সংক্রমণের আশঙ্কায় বেইজিংয়র  স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর