ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৮০

ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুনে নিহত ৫

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩১ ২১ জানুয়ারি ২০২১  

ভারতের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনিস্টিটিউটে (এসআইআই) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে পুনেতে এসআইআই’র মঞ্জরি কারখানায় এই আগুন লাগে। 

 

অগ্নি নির্বাপক বাহিনীর কয়েকটি ইউনিট এবং জরুরি সেবাদানকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ওই ৫ জন নিহত হন।

 

সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তবে তিনি জানান, কোভিশিল্ড উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত কর্মকাণ্ড ব্যাহত হবে না।

 

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধমূলক ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করছে এসআইআই পুনে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর সুরেশ জাদব জানান, বিসিজি ভ্যাকসিন সম্পর্কিত কাজ যেখানে চলছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের স্থান থেকে কোভিশিল্ড উৎপাদনকারী ইউনিট ৫ মিনিটের রাস্তা।

 

ফায়ার ব্রিগেড কর্মকর্তারা বলছেন, আগুনের কারণ জানতে তদন্ত চলছে। কোভিশিল্ডের পাশে নানা ধরনের ভ্যাকসিন উৎপাদন করে ওই কারখানা। যেখানে আগুন লেগেছিল, সেটি ছিল একটি নির্মাণাধীন ভবন।

 

এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে অগ্নি নির্বাপক বাহিনীর ১০ ইউনিট। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন। চারজনকে উদ্ধার করা হয়েছে।

 

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতে কোভিশিল্ড নামে তৈরি করেছে সেরাম ইনস্টিটিউট। এর ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে পাঠিয়েছে ভারতীয় সরকার।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর