ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৩৩

ভাষণে মিথ্যা বলছেন ট্রাম্প, সম্প্রচার বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১৩ ৬ নভেম্বর ২০২০  

একের পর এক মিথ্যা বলছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগে তার ভাষণের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রেরেএকাধিক নিউজ চ্যানেল। তাদের অভিযোগ, ভাষণে ভুল ও মিথ্যা তথ্য দিচ্ছেন তিনি।

 

গেল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তবে তার বক্তৃতার মাঝপথে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় টিভি চ্যানেলগুলো।

 

তাদের অভিযোগ, ১৭ মিনিটের ভাষণে মারাত্মক ভুল ও হিংসাত্মক বক্তব্য পেশ করেন ট্রাম্প। তিনি বলেন, বেআইনিভাবে নির্বাচন করেছে ডেমোক্র্যাটরা। ব্যাপকহারে ভোট চুরি করেছে তারা। ভোট গণনায় নির্বাচন কর্মকর্তাদের দিয়ে কারচুপি করিয়েছে জো বাইডেন। আমরা প্রতারণার শিকার হয়েছি। 

 

ট্রাম্পের লাইভ সম্প্রচার বন্ধ করা অন্যতম টেলিভিশন চ্যানেল হলো এমএসএনবিসি। গণমাধ্যমটির উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, আমরা আরেকটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এটা বর্তমান প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করা নয়। বরং তাকে শুধরে দেয়ার জন্য এটা করা হয়েছে।

 

ট্রাম্পের ভাষণ চলাকালীন লাইভ কভারেজ বন্ধ করেছে এনবিসি, এবিসি ও সিএনএন। সিএনএন’র জেক ট্যাপার জানান, মার্কিন প্রেসিডেন্ট ভুল অভিযোগ করছেন। মানুষ নির্বাচনে চুরি করেছে। এটা শোনার চেয়ে খারাপ কথা আমেরিকানদের জন্য আর কিছু হতে পারে না।

 

এবিসি’র হোয়াইট হাউস প্রতিনিধি জনাথন কার্ল বলেন, ভোট কারচুপির কোনো প্রমাণ নেই। হতাশা থেকে ট্রাম্প এসব কথা বলছেন। ভোট গণনায় সময় লাগছে। ভোট গণনা সময়সাপেক্ষ একটি বিষয়। এবার বেশি লাগছে। এটা খুবই স্বাভাবিক। করোনারভাইরাসের কারণে সরাসরি হাজির হয়ে এবং পোস্টালে বহু ভোটার অগ্রিম ভোট দিয়েছেন। 

 

ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জন রবার্টস বলেন, শেষ দিন এসে ট্রাম্প এসব কি বললেন! সব ভোট প্রায় গণনা হয়ে গেছে। নির্বাচন তো তার ইচ্ছেমতো চলবে না। হোয়াইট হাউসে থেকে যাওয়ার জন্য ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি।

 

সিবিএস নিউজের জন ডিকারসন বলেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা আবৃত্তির মতো মনে হয়েছে।

 

ওই দিন ইমপ্রমটু স্পিচে কোনোরকম প্রমাণ ছাড়াই নানা অভিযোগ আনেন ট্রাম্প। লড়াইয়ে জো বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও দাবি করেন, তিনি ভোটে জিতে গেছেন। 

 

ট্রাম্প বলেন, আপনি যদি বৈধ ভোট গণনা করেন, তাহলে আমি সহজেই জিতে গেছি। আর অবৈধ ভোট গণনা করলে তারা আমাদের থেকে ভোট চুরি করেছে।

 

মার্কিন প্রেসিডেন্টের মতে, রিপাবলিকান পার্টি আমেরিকার মানুষের প্রতিনিধিত্ব করে। কিন্তু গোটা ভোট প্রক্রিয়ার সময় 'বিগ মানি, বিগ টেক ও বিগ মিডিয়া' ডেমোক্র্যাটদের সমর্থন জুগিয়েছে। 

 

ট্রাম্প বলেন, ব্যালট গোনার সময় সর্বক্ষণ প্রতিটি কেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করা হয়েছে। কিন্তু মেইল ইন ভোটিং প্রক্রিয়ার সময় তা হয়নি। তার মতে, এই মেইল ইন ভোট প্রক্রিয়া আদতে 'দুর্নীতি'। গোটা ভোট প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে।

 

ওই ভাষণের পরই রিপাবলিকান আইনপ্রণেতা টুইট করেন, আমেরিকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর সব বৈধ ভোট গণনা শেষ হওয়ার আগে কেউ জয়ী হয় না। ট্রাম্পের এটা পাগলামির লক্ষণ বলেও কটাক্ষ করেন তিনি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর