ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১২৮

ভয়াবহ পরিস্থিতি ইতালির : করোনায় মারা গেলেন বাংলাদেশী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৮ ২১ মার্চ ২০২০  

প্রাণঘাতী কেরোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে।  ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।


একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

 

করোনাভাইরাসে ইতালিতে প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

 

এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান।

 

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন গোলাম মাওলা।

 

তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে আতংক বেড়ে গেছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর