ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৭৩

মসজিদে এসি বিস্ফোরণ: ইমামসহ মৃতের সংখ্যা বেড়ে ২৩

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩০ ৫ সেপ্টেম্বর ২০২০  

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে। 
চিকিৎসাধীন রোগীদের অবস্থা খুবই গুরুতর। ঘন্টায় ঘন্টায় মৃত্যুর খবর আসছে। অপেক্ষমান আত্মীয় স্বজনের আহাজারিতে পরিবেশ একবারেই বিষন্ন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে২৩ জনের মৃত্যুর পরও এখন  ১৬জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন আহতদের কেউই শঙ্কামুক্ত নন। 

মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়াও শিশুসহ স্থানীয় ২৩ জন মুসল্লীর মৃত‌্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর শনিবার সকাল থেকে তিতাস গ্যাস, বিদ্যুত ও ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান মসজিদ পরিদর্শন শেষে উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করেছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার এবং ্আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

 শুক্রবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন দগ্ধ মুসল্লিদের অবস্থা আশঙ্কাজনক।