ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬০৯

মাছ-মাংসসহ সব খাদ্যপণ্য কতটা নিরাপদ?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৫ ১৪ মার্চ ২০১৯  

মাছ-মাংসসহ অন্যান্য খাদ্যপণ্য জনগণের জন্য কতটা নিরাপদ? জানতে চেয়েছেন হাইকোর্ট। পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- তা জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। আগামী মে মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জনগণের জন্য মাছ-মাংসসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারিও করেছেন হাইকোর্ট।

বিষয়ে করা রিট আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। পরে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জে আর খান রবীন। রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক পুলিশের আইজিসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

গেল বছরের ২৭ মে বোতলজাত পানি নিয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট শাম্মী আক্তার। রিটের সঙ্গে এদিন সম্পূরক আবেদনটি আদালতে উত্থাপন করা হয়। পরে শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

রিটকারী অ্যাডভোকেট রবীন জানান, নিরাপদ পানির বিষয়ে করা মামলার শুনানিতে মাছ-মাংসসহ জনগণের নিত্যপ্রয়োজনীয় খাবার নিরাপদ কি না জানতে নির্দেশনা চেয়েছিলাম। শুনানি শেষে নিয়ে রুল জারি করছেন। একইসঙ্গে মাছ মাংস পরীক্ষা-নিরীক্ষা করে কী পদক্ষেপ নেয়া হয়েছে-এর প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।