ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৫৭৭

মার্কিন নির্বাচন: বিজয়ের পথে বাইডেন, আদালতে ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:০৫ ৫ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এখন ঘোষণা কেবল সময়ের ব্যাপার। মিশিগান, উইসকনসিন, আরিজোনা, নেভাদা ও পেনসিলভেনিয়ায় ভোট গণনার সঙ্গে সঙ্গে কমে গেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান। বাইডেনের ভোট ক্রমেই বেড়ে চলেছে। এখন চলছে নেভাদা স্টেটের ভোট গণনা। এখানেও বাইডেন এগিয়ে। এই রাজ্যে ইলেকটোরাল ভোট আছে ৬টি। এটির ঘোষণা এলেই তার প্রেসিডেন্ট হওয়ার জন্য ২৭০টি ভোট হয়ে যাবে। 

 

ধৈর্যের পরীক্ষা চলছে উভয় শিবিরে। সমর্থকদের বিজয়ের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে ধৈর্যের সঙ্গে ফলাফলের জন্য অপেক্ষার আহ্বান জানিয়েছেন বাইডেন। ডাকযোগের ভোটে তিনি বহুলাংশে এগিয়ে রয়েছেন- এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল।

 

ফলাফলের জন্য অপেক্ষমাণ রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৭টি। বর্তমান বাইডেন ২৬৪, আর ট্রাম্প ২১৩তে আটকে আছেন। ফলাফল বিপরীতে যাওয়ায় অধৈর্য হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মিশিগানে জিতে একবারে জয়ের কাছাকাছি চলে এসেছেন বাইডেন। শেষমেষ উপায় না দেখে মিশিগানে ভোট গণনা বন্ধ করতে আদালতে মামলা ঠুকেছে ট্রাম্প শিবির। 

 

ঝুলে থাকা অঙ্গরাজ্য মিশিগান ও উইসকনসিনে জয় পেয়েছেন বাইডেন। এ দুটি রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট আছে যথাক্রমে ১০ ও ১৬টি। এর ফলে তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর প্রয়োজন ৬টি। তাহলেই প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটে পৌঁছে যেতে পারেন তিনি।

 

বাইডেন দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরই মধ্যে ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন ট্রাম্প। খবর: অনলাইন বিবিসি। গত রাতে বাইডেন ২৩৮ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর