ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্পের জয়ের সম্ভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ৪ নভেম্বর ২০২০  

হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের শক্তিধর প্রেসিডেন্ট নির্বাচনে দু’জনেই সমানতালে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ ট্রাম্পের পক্ষেই এখন। 

 

এখন পর্যন্ত বাইডেন ২৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। ট্রাম্প জিতেছেন ২১৩টি। দৃশ্যত বাইডেন এগিয়ে থাকলেও এখন পর্যন্ত সাতটি রাজ্যে ভোট গণনা চলছে। এর মধ্যে রয়েছে আলাস্কা, উইসকনসিন, মিশিগান, পেনসিলভ্যানিয়া, মেইনে, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া।

 

এসব রাজ্যে বেশ এগিয়ে আছেন ট্রাম্প। এ ৭টি রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট আছে ৮৪টি। ফলে ট্রাম্প যদি এসব রাজ্যে বিজয়ী হন তাহলে তার ২১৩টি ইলেকটোরাল কলেজ ভোটের সঙ্গে যোগ হবে ৮৪টি কলেজ ভোট। তাতে তার মোট ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়াবে ২৯৭।

 

প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। সেই হিসাবে ওই ৭টি রাজ্যের দু’একটি হাতছাড়া হলেও ট্রাম্পের জয়ের সম্ভাবনা এখন প্রবল। এরই মধ্যে তিনি ‘বড় জয়’ ঘোষণা দেয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ বিষয়ে তার একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। অন্যদিকে জো বাইডেন বলেছেন, এখনও জয়ের আশা শেষ হয়ে যায়নি।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর