ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৭১

মাস্ক পরা বাধ্যতামূলক করবেন না ট্রাম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ১৮ জুলাই ২০২০  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জাতীয় পর্যায়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে কোনও নির্দেশনা জারি করবেন না।

দেশটিতে প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে। তা সত্ত্বেও শুক্রবার তিনি এ কথা বলেন।

প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা ভাবছেন কি না? 

আমেরিকান প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স নিউজের জাঁদরেল সাংবাদিক ক্রিস ওয়ালেসের এ প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দেন ট্রাম্প। 

তিনি বলেন, না! আমি চাই জনগণ তাদের নির্দিষ্ট স্বাধীনতা ভোগ করুক।

ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, প্রত্যেকে মাস্ক পরলে ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, প্রত্যেকে মাস্ক পরলে সংক্রমণ দূর হয়ে যাবে আমি এ বক্তব্যের সঙ্গে একমত নই।

তিনি বলেন, ড. এন্থনি ফাউচি বলেছেন-মাস্ক না পরতে, আমাদের সার্জন জেনারেল বলেছেন- মাস্ক না পরতে। প্রত্যেকেই বলেছেন মাস্ক না পরতে। কিন্তু হঠাৎ সবাই বলতে শুরু করল মাস্ক পরতে।

মাকিন প্রেসিডেন্ট বলেন, আপনারা জানেন-মাস্কে সমস্যাও তৈরি হয়। তবু আমি মাস্কে বিশ্বাস করি। আমি মনে করি মাস্ক ভালো।

করোনা প্রাদুভাবের পর থেকে মাস্ক না পরায় ট্রাম্পের উপর চাপ তৈরি হয়। এক পর্যায়ে গত ১১ জুলাই তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে মাস্ক পরেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর