ঢাকা, ২৫ আগস্ট সোমবার, ২০২৫ || ৯ ভাদ্র ১৪৩২
good-food
১৪৪৫

মিরপুর-ধানমন্ডি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:২৬ ২০ ফেব্রুয়ারি ২০১৯  

মেট্রোরেলের কাজ, গ্যাসের ভালব প্রতিস্থাপন এবং লিকেজ মেরামতের কারণে ১২ ঘণ্টার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তবে নির্দিষ্ট সময় পর স্বাভাবিক হয়ে যায় রাজধানীর গ্যাস সরবরাহ।

কিন্তু বুধবার বিকেলে মিরপুর সড়কে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের সামনে সড়কে ম্যানহোলের উপরে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরে গেলে গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র হয়। লাইনের লিকেজ মেরামতের জন্য ধানমন্ডি ও মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

জানা গেছে, মেরামতের কারণে মূল লাইনে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়েছে। ফলে কিছু কিছু এলাকায় গ্যাস চলে গেছে, আবার অনেক এলাকায় গ্যাসের চাপ কমছে। তবে রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন তারা।

 মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

বুধবার  সংস্কার কাজ শেষে রাজধানীর ডেমরা এবং আমিনবাজার সিটি গেট স্টেশন দিয়ে গ্যাস সরবরাহ শুরু করে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর