ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৩১২

মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের সতর্ক করলেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৪ ১ ফেব্রুয়ারি ২০২১  

মিয়ানমার সেনাবাহিনীর কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। অং সান সুচিসহ বেসামরিক নেতাদের বিরুদ্ধে আপৎকালীন অভ্যুত্থানে আরও এগোলে ‘পদক্ষেপ নেবেন’ বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।

 

বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান ঘটলো। যা তার পররাষ্ট্রনীতির জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে। 

 

সারাবিশ্বে গণতন্ত্র ও মানবাধিকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতিতে অটল থাকার অঙ্গীকার করেছেন তিনি।

 

সামরিক জান্তাদের অভ্যত্থান নিঃসন্দেহে মিয়ানমারের উন্নতি বাধাগ্রস্ত করবে। দেশটিতে গণতন্ত্র ফেরায় যার সূচনা হয়েছিল। বরাবরই এতে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। কারণ, সেখানে চীনের মতো পরিস্থিতি চায় না তারা।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর