ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭২৬

১৯৭১: শেখ মুজিবের জন্মদিন

মুক্তিযুদ্ধকালীন একটি রিপোর্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১৫ ১৭ মার্চ ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

একাত্তরের ১৭ মার্চ। দেশে চলছে মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের খবর পত্রিকায় ছাপা হলো যেভাবে  :  

’শেখ মুজিবর রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে সন্ধায় আওয়ামী লীগ অফিসে শহর আওয়ামী লীগ মিলাদ আয়োজন করে।

বায়তুল মোকাররম মসজিদে মওলানা ওবায়দুল্লাহ বিন জালালাবাদির ইমামতিত্তে অল পাকিস্তান ইসলামী বিপ্লবী পরিষদ বাদ আসর মিলাদ মাহফিল ও কোরআন তেলওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

ভোর থেকে গভীর রাত পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ মিছিল করে বঙ্গবন্ধুর ধানমন্ডিস্থ ৩২ নম্বর রোডের বাসভবনে গিয়ে তাদের প্রাণপ্রিয় নেতাকে শুভেচ্ছা জানায়।

ইয়াহিয়ার সাথে বৈঠক শেষ করে শেখ মুজিব তাঁর বাসভবনে পৌঁছলে দেশী-বিদেশী সাংবাদিকদের অনুরোধে তিনি তাঁদের সাথে এক ঘরোয়া বৈঠকে মিলিত হন। ৫২তম জন্মদিনে তাঁর কামনা কি, জনৈক বিদেশী সাংবাদিকের এই প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, জনগণের সার্বিক মুক্তি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, আমি জনগণেরই একজন। আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি! তিনি জনগণকে বলেন আমার জন্মদিনের একমাত্র বক্তব্য লক্ষ্য অর্জন হওয়া না পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে।’