ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৬

মুসলিম দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবেন বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫২ ১৭ জানুয়ারি ২০২১  

ক্ষমতাগ্রহণের প্রথম দিন (২০ জানুয়ারি) নির্বাহী আদেশের মাধ্যমে মুসলিম-প্রধান দেশগুলোর ওপর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে চান জো বাইডেন। একইসঙ্গে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় ফিরতে চান তিনি। বাইডেন প্রশাসনের চিফ অব স্টাফ রন ক্ল্যাইনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিএনএন।

 

ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসন সাতটি মুসলিম প্রধান দেশের ওপর ৯০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে শরণার্থীদের প্রবেশেও বাধা সৃষ্টি করে নির্বাহী আদেশ জারি করা হয়। দেশগুলো হলো চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন।

 

প্রতিবেদনে বলা হয়, বাইডেন ক্ষমতাগ্রহণের প্রথম দিনেই ডজনখানেক নির্বাহী আদেশ দেওয়ার পরিকল্পনা করছেন। এর মধ্যে আরও রয়েছে, করোনাকালে শিক্ষার্থীদের ঋণের কিস্তি পরিশোধ বন্ধ রাখা। একইসঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাইডেন প্রথম দিনেই জলবায়ু চুক্তি থেকে শুরু করে অভিবাসন এবং পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করতে চান।

 

রন ক্ল্যাইন এক বার্তায় গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণার সময় বাইডেন এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে চান। ডজন খানেক নির্বাহী আদেশে সই করে দ্রুত বাস্তবায়নের জন্যে সেগুলো মন্ত্রিসভায় পাঠাতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।’

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর