ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৬১৯

মোদির মায়ের কাছে খোলা চিঠি পাঞ্জাবের কৃষকের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৪ ২৩ জানুয়ারি ২০২১  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের কাছে সাহায্য চেয়ে খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের কৃষক হারপ্রিত সিং।

 

গেল বুধবার শিমলা থেকে হারপ্রিতকে গ্রেপ্তার করে পুলিশ। অবশ্য পরের দিনই তাকে ছেড়ে দেয় তারা। মুক্তি পাওয়ার পর হিরাবেন মোদির কাছে সহায়তা চেয়ে চিঠি লিখেছেন তিনি। 

 

শুক্রবার হারপ্রিত বলেন, গেল বছর সেপ্টেম্বরে তিনটি কৃষি আইন পাস করেছে মোদি সরকার। কৃষি সংস্কারের নামে সেগুলো এনেছে তারা। কিন্তু এতে কৃষকদের কোনো লাভ হবে না।

 

তিনি বলেন, আমি চিঠিতে অনুরোধ করেছি, হিরাবেন যেন তার ছেলেকে ওই তিনটি আইন তুলে নিতে বলেন। আমার মনে হয়, সজ্ঞানে কেউ মায়ের অনুরোধ ফেলতে পারবে না।

 

পাঞ্জাব কৃষক চিঠিতে লেখেন, প্রিয় মা, এদেশের প্রধানমন্ত্রী আপনার আদরের সন্তান। আমি মনে করি, তিনি আপনার কথা বরখেলাপ করতে পারবেন না। অনুগ্রহ করে লাখ লাখ কৃষককে সাহায্য করুন। কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে তীব্র শীতের মধ্যে দিল্লি সীমান্তে অবস্থান করছেন তারা।

 

হাজতবাসের পর বৃহস্পতিবার রাতে নিজ জেলা ফিরোজপুরে ফেরেন হারপ্রিত। শিগগির ওই চিঠি পোস্ট করবেন বলে জানান তিনি। প্রত্যাশা করেন, এতে ইতিবাচক সাড়া পাবেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর